শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: কম্পিউটেক্স ২০২৪ সম্মেলনে ‘গিগাবাইট এআই টপ’ ঘোষণা

‘গিগাবাইট এআই টপ’ ঘোষণা

‘গিগাবাইট এআই টপ’ ঘোষণা

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
তাইওয়ানে ৪ জুন থেকে শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসিটি এক্সপো ‘কম্পিউটেক্স ২০২৪’। সম্মেলনটি শুরু হওয়ার একদিন আগে সোমবার (৩ জুন) বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট এআই প্রযুক্তির জন্য বিপ্লব সৃষ্টিকারী সমাধান ‘গিগাবাইট এআই টপ’ ঘোষণা করেছে। উদ্বোধন অনুষ্ঠানে গিগাবাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডি লিন বলেন, ‘আপনার ডেস্কই হোক এআই প্রশিক্ষণের মঞ্চ’ এই মূল্যবোধের ভিত্তিতে গিগাবাইট এআই টপ উদ্ভাবন করা হয়েছে। তিনি আরো বলেন, গিগাবাইটের মান ও নির্ভরযোগ্যতার প্রতি অবিচল প্রতিশ্রুতি দিয়ে শীর্ষস্থানীয় সিলিকন জায়ান্টদের সঙ্গে অংশীদারিত্বকে আরো দৃঢ় করেছে, যা এআইয়ের মাধ্যমে বিশ্বের উন্নয়নে অবদান রাখা হবে। চলতি বছরের শুরুতে সিইএস ২০২৪ অনুষ্ঠানে গিগাবাইট এআই পিসি উদ্বোধনের পর এবার গিগাবাইট এআই টপ সামনে নিয়ে আসা হলো যা জেনারেটিভ এআইয়ের প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে। ...