কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফল ২০২৪ সেমিস্টার হতে জনস্বাস্থ্য শিক্ষায় মাস্টার অব পাবলিক হেলথ এবং ব্যাচেলর অব পাবলিক হেলথ শীর্ষক আন্তজার্তিক মানের শিক্ষা কর্মসূচি চালু করেছে যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত।
গত ১২ জুলাই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আফতাব উদ্দীন। শিক্ষার্থী এবং অতিথিদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিপিএইচ ও এমপিএইচ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম রিবেল, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ এস এম জি ফারুক, ড. তানজিনা আফরোজ প্রমুখ।
...