কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৩ এর শিরোপা জিতলো “ টিম ব্যাকবেঞ্চারস ”
২৫ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলীস্থ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত “চট্টগ্রাম উইজার্ড” ও “টিম ব্যাকবেঞ্চারস” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ৫ রানে “চট্টগ্রাম উইজার্ড” কে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ান হিসেবে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।
১৯ ফেব্রুয়ারী ২০২২ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে “চট্টগ্রাম উইজার্ড” ৩ উইকেটে “ডি এম স্মেশারস” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ১৩ রানে “নওয়াব অব ওল্ড ঢাকা” কে পরাজিত করে।
আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।
বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা তৃতীয়বারের মত সারা দেশ থেকে ২১ টি দল নিয়ে গত ৭...