কুমিল্লা আইটি এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুমিল্লা আইটি এসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা শুরু। বুধবার ১২ এপ্রিল, রাজধানীর একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হাজারির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ। নজরুল ইসলাম হাজারি বলেন, কুমিল্লা আইটি এসোসিয়েশন মূলত ঢাকাস্থ কুমিল্লার আইটি ব্যবসায়ীদের একটা ফোরাম। ব্যবসা উন্নয়ন এবং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের লজিস্টিক ও ফিনানন্সিয়াল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আনাই এ ফোরামের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের সভাপতি নাজনীন নাহারসহ আইটি সেক্টরের নানান ব্যবসায়ী সংগঠনের নেতারা শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে শুভকামনা জানান।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন; সভাপতি: নজরুল ইসলাম হাজারি, সহ-সভাপতি মোঃ সাজেদুল হক সাহিন, সাধারণ সম্পাদক : আব্দুল হালিম শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ আমান উল্লাহ, কোষ...