জন্মদিনে টিয়া পাখির ঠোঁটে শিল্পীদের চিঠি পেলেন তাপস!
জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায়, চমকে দেয়া বৈচিত্রময় শুভেচ্ছায় সিক্ত হলেন গুণী কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। ৮ নভেম্বর তার জন্মদিনের প্রথম প্রহরে গানবাংলা টেলিভিশনের কার্যালয় যেন হয়ে উঠেছিলো সংগীতশিল্পীদের মিলনমেলা।
দেশবরেণ্য ও জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।
তবে, শুধু ফুলেল শুভেচ্ছায় সীমাবদ্ধ থাকেনি জন্মদিনের আয়োজন। গানবাংলা টেলিভিশনের আয়োজনে চমকে দেয়া শুভেচ্ছা বার্তায় দেশের কিংবদন্তি ও অগ্রজ শিল্পীরা মূল্যায়ন করেন দেশের সংগীতাঙ্গনে তাপসের ভূমিকা ও অবদানের কথা।
দেশের সকল ব্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ব্যান্ডতারকারা। শুভেচ্ছা জানান তরুণ সংগীতশিল্পীরাও। একজন শিল্পী, একজন সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী হিসেবে দেশের সংগীতকে বিশ্বমানে উন্নীত করতে তা...