ক্রিয়েটোসেল ইন্টেরিয়র এর আয়োজনে মেডিকেল ক্যাম্প
গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশের স্বনামধন্য ইন্টেরিয়র প্রতিষ্ঠান ক্রিয়েটোসেল ইন্টেরিয়র তাদের কর্মীদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। তিন জন বিশিষ্ঠ ডাক্তারের তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পে ১৫ জন ইন্টেরিয়র কর্মী অংশ নেয়। উল্লেখ্য, এই কর্মীবৃন্দ ক্রিয়েটোসেল ইন্টেরিয়র এর নিয়মিত সদস্য। মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া কর্মীদের রক্তের গ্রুপ নির্ণয় সহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ঝুকিঁপুর্ণ কাজে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার করণীয় সম্মন্ধে সন্মানিত ডাক্তারবৃন্দ মত বিনিময় করেন।
মেডিকেল ক্যাম্প সম্পর্কে ক্রিয়েটোসেল ইন্টেরিয়র এর প্রতিষ্ঠাতা ও সি ই ও অপূর্ব খন্দকার বলেন, সুস্থ ও দক্ষ কর্মী আমাদের সম্পদ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে আমরা এই মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেছি। কারন আমরা মনে করি একটি ইন্টেরিয়র ফার্মের মুল শক্তিই হলো তার কর্মীবৃন্দ। একটি সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের পিছনের কারিগরদের স্...