
ক্রেতাদের জন্য ফোনের দাম কমালো অপো
ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে অপো বাংলাদেশ। এখন অপো এ৫৪ ফোনটি মাত্র ১৯,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২২,৯৯০ টাকা) এবং অপো এ৯৫ ফোনটি ২৫,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২৭,৯৯০ টাকা) কিনতে পারবেন ক্রেতারা।
অপো এ৫৪ ডিভাইসটিতে রয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যার সাহায্যে ব্যবহারকারীরা চার্জ নিয়ে কোনো রকম চিন্তা ছাড়াই ভিডিও স্ট্রিমিং করতে পারেন। এছাড়া অ্যাপ স্টোর করা, ভিডিও উপভোগ করা এবং একইসাথে বিভিন্ন অ্যাপ চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যা ম এবং ১২৮ জিবি রম। ডিভাইসটিতে দ্রুত চার্জ দেয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের সি-টাইপ চার্জার। ডিভাইসটি স্টারি ব্লু ও ক্রিস্টাল ব্ল্যাক এই দু’টি প্রিমিয়াম রঙের ব্যাক কাভারে পাওয়া যাচ্ছে। ০.২ মিলিমিটার পাতলা মিডফ্রেমের থ্রিডি-বডির কারণে স্মার্টফোনটি ব্যবহার করার সময় আরামদ...