ক্রেয়ন ম্যাগের নতুন ক্যাম্পেইন “অসময়ের ডাক”
দেশের ব্যাতিক্রমী অনলাইন প্রকাশনা ক্রেয়নম্যাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে হাতে লেখা চিঠির উৎসব " অসময়ের ডাক"। বর্তমানকালের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও সকলের জন্য উন্মুক্ত এই অন্য রকম উৎসবটি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ মাসের ১৯-২১ অক্টোবর তারিখে তিন দিন ব্যাপী চলবে।
ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে হলুদ খাম কিংবা ক্রিং ক্রিং শব্দ করে সাইকেলে চেপে আসা ডাকপিয়নদের চিঠি বিলি করার দিন আজ অতীত। এই ই-মেইল, ফ্যাক্স আর মুঠোফোনের ক্ষুদেবার্তার যুগে কেউ আর চিঠি লেখে না কাউকে। অসময় যাচ্ছে হাতে লেখা ডাকের চিঠিতে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে অস্থির গতিময়তায় ফলে অসময় যাচ্ছে এখন আমাদের পৃথিবীরও। তাইতো এই অসময়ের ডাক। ক্রেয়ন ম্যাগের অনন্য চিঠি উৎসব।
মা বাবা, পরিবারের সদস্য বা প্রিয় বন্ধুকে লেখা যায় চিঠি। লেখা যেতে পারে প্রিয় শহরকে, প্রিয় লেখককে, পছন্দের চলচ্চিত্র, ন...