খসড়া সংশোধনী থেকে ভেপিংপণ্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দিতে তত্পর কোম্পানি
ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাব সম্বলিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা করে বেসরকারি সংস্থা 'পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ' 'পলিসি ফর প্রগ্রেস: টুওয়ার্ডস হার্ম রিডাকশন' শিরোনামে একটি জাতীয় দৈনিকের সাথে গত ২৭ মে, ২০২৪ গোলটেবিল বৈঠক করেছে। অংশগ্রহণকারীদের কয়েকজন ফিলিপ মরিসের (পিএমআই) কর্মকাণ্ডের সাথে ঘনিষ্টভাবে জড়িত এবং আগেও তারা পিএমআই এর অর্থপুষ্ট ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড (বর্তমানে গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং নামে পরিচিত) এর অনুদানপ্রাপ্ত ফোরামে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে ভয়েস অব ভেপারস এবং এশিয়া হার্ম রিডাকশন অ্যালায়েন্স এই একই আলোচকদের নিয়ে একটি সম্মেলন এবং গোলটেবিল বৈঠক করেছিল ২০২৩ সালে এবং যার নেপথ্যে ছিল ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড এর অনুদানপ্রাপ্ত সংস্থা এবং প্রতিনিধি। ভয়েস অব ভেপারস দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ই-সি...