
খুলনাঞ্চলের উন্নতিতে মেগা পরিকল্পনা গ্রহণের আহবান
সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ উপকূলবাসী জীবনমান উন্নয়নে সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় গণমাধ্যমের সঙ্গে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার ভার্চুয়াল এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।
সভায় বৃহত্তর খুলনা তথা উপকূল জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সমিতির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না।
সভায় উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজীকরণ, খুলনা-যশোর সড়ক ও ঢাকা-মাওয়া-খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, ভৈরব নদীর তলদেশে জেলখানা ঘাটস্থলে টানেল ও জ্বালানি গ্যাসের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. ম...