শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

Tag: গগন সাকিবের দুঃখের মুঠো

গগন সাকিবের দুঃখের মুঠো (ভিডিওসহ)

গগন সাকিবের দুঃখের মুঠো (ভিডিওসহ)

বিনোদন, শিরোনাম
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন মিউজিক ভিডিও ‘দুঃখের মুঠো’। খন্দকার নাঈমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। অন্তর হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানের মিউজিক ভিডিওতে গগন সাকিবের সঙ্গে মডেল হয়েছেন ডল। এর আগে একই চ্যানেল থেকে গগন সাকিবের দুদুঃখের কারাগার গানটি দারুন সাড়া জাগিয়েছিল। নতুন গান নিয়ে গগন সাকিব বলেন, ‘লায়নিকের জন্য একাধিক গান তৈরি আছে। দুদুঃখের মুঠো গানটিতে শ্রোতা-দর্শকরা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। ভিডিওটিও চমৎকার হয়েছে। এই ব্যানার থেকে আমার আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।’ এদিকে সম্প্রতি গগন সাকিবের একটি গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি গগনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিও লিংক: https://youtu.be/STEEFHIRMcI...