গীতিকবি সোহেল মাসুদের অর্জন
যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয় "ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ স্কটল্যান্ড" থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সোহেল মাসুদ। তিনি একাধারে একজন গীতিকবি, গবেষক এবং প্রযোজক। দেশের অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'রেইন মিউজিক' এর কর্ণধার তিনি।
ডক্টরেট ডিগ্রি পাওয়ায় উচ্ছ্বসিত সোহেল মাসুদ জানান, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাধাসমূহ দূর করে কিভাবে একজন সফল উদ্যোক্তা তৈরি করা যায়, এটাই ছিল তাঁর গবেষণার বিষয়বস্তু।
সোহেল মাসুদ নরসিংদী জেলার, মাধবদী থানার অন্তর্গত আমদিয়া ইউনিয়নের, পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব মিজানুর রহমান ও মাতা রুবিনা বেগমের বড় ছেলে সোহেল মাসুদ বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্য বসবাস করছেন।
উল্লেখ্য যে, সোহেল মাসুদ'র লেখা একক একটি কাব্যগ্রন্থ "তবুও স্বপ্ন কুঁড়াই" ও আরেকটি যৌথ কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়াও তার লেখা ১২০ টিরও অধিক গান ইতিম...