ঘরে থাকা পণ্যের মেয়াদ আছে তো?
রেজাউর রহমান রিজভী
যে কোন প্রোডাক্ট কেনার সময় আমরা প্রায়শঃই সেটার মেয়াদ দেখে নেই। অথচ সেটা যদি দীর্ঘমেয়াদে ব্যবহার করার মতো হয়, তবে পণ্যের মেয়াদ যে কবেই পার যায় সেটা অনেক সময়ই খেয়াল করি না। অথচ সব কিছুরই কিন্তু মেয়াদ আছে, হোক সেটা ঔষধ বা খাবার সামগ্রী। আসুন দেখা যাক ঘরে থাকা কি কি জিনিসের মেয়াদ দেখাটা জরুরী।
১. ঔষধ: অনেকেই বাসায় জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, এসিডিটি সহ নানা রকমের অসুখের জন্য ঔষধ কিনে রাখেন। যাতে বিপদের সময় তাৎক্ষণিক ভাবে এগুলো হাতের কাছে পাওয়া যায়। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যে দেশে ঔষধ কেনাটা মামুলী বিষয়, সে দেশের ঘরে ঘরে ঔষধের এমন স্টক থাকাটাই স্বাভাবিক। তবে সে সব ঔষধের মেয়াদ সব সময় আদৌ দেখে খাচ্ছেন কিনা সেটাও কিন্তু জরুরী। এছাড়া হাতের কাছে থাকা ফার্স্ট এইডের সামগ্রীগুলোরও মেয়াদ নিয়মিত চেক করুন। শরীরের কোথাও কেটে গেলে সাধারণ যে ব্যান্ডেড ব্যবহার করেন সেটারও কিন্তু...