
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি: পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি । এ লক্ষ্যে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল একসাথে বসবো। সেখানে আমরা বুঝঝার চেষ্টা করবো এই প্রকল্প গুলোতে এই বর্ষায় আমরা কি সুফল পাব। আর পরের বর্ষায় আমরা কি সুফল পাব।
তিনি বলেন, একটা দীর্ঘদিনের সমস্যা তো একদিনে সমাধান হওয়ার নয়।
কিন্তু সমাধান তো হতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই বর্ষায় কি হবে? পরের বর্ষায় কি হবে। এবং তারপরের বর্ষায় কি হবে? প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে অন্যটা চিন্তা করতে হবে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব...