
চলচ্চিত্র, নাটক, ওটিটিতে ধূমপানের দৃশ্য নিষিদ্ধের দাবী
বর্তমান প্রজন্মের বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম। সুযোগ সন্ধানী তামাক কোম্পানিগুলো তরুণ সমাজকে টার্গেট করে ওটিটি প্লাটফর্ম ও চলচ্চিত্রে তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। চলচ্চিত্র, নাটক এবং ওটিটি কনটেন্টে জনপ্রিয় অভিনয় শিল্পীদের দ্বারা অতিমাত্রায় ধূমপানের দৃশ্য প্রচার এবং ভাষার অপব্যবহার শিশু, কিশোর-তরুণদের নেতিবাচক প্রভাব ফেলছে যা বাংলাদেশের আইন পরিপন্থী এবং ভাষা ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। বিনোদন মাধ্যমে নিজেদের স্বার্থ উদ্ধারে পেছন থেকে কলকাঠি নাড়ছে ধূর্ত তামাক কোম্পানি। সুনাগরিক ও স্বাস্থ্যবান জনশক্তি নিশ্চিতে এবং তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা গাইডলাইন প্রণয়ন অত্যন্ত জরুরি।
২৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে আগারগাঁও এ ফিল্ম আর্কাইভ ভবনে মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আয়োজিত ‘তরুণ প্রজন্মের সুরক্ষায় ...