চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল
চলচ্চিত্র শিল্পী সমিতির মিশা-ডিপজল প্যানেলে জয়জয়কার হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের ডিপজল। মিশা সওদাগর ভোট পেয়েছেন ২৬৫টি। তার প্রতিদ্বন্ধী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে মনোয়ার হোসেন ডিপজল ২২৫ পেলেও তার থেকে ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার।
নির্সবাচনে অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্র...