চলে গেলেন জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাস
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা ও বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস (৭৮) আজ ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবিবৃতিতে জাতীয়তাবাদী সংগ্রাম—স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্র যোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার, বীরমুক্তিযোদ্ধা, জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা শিবনারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজন—সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা শিবনারায়ণ দাশের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রলীগের একজন নেতা হিসাব...