চাষী নজরুল ও শর্ট ফিল্ম ফোরামের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভে
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মরহুম চাষী নজরুল ইসলামের বড় মেয়ে আন্নি ইসলাম ২৩ নভেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভবিষ্যৎ সংরক্ষণের জন্য চাষী নজরুলের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি প্রদান করেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো: ফখরুল আলমের মাধ্যমে চন্দ্রনাথ, কাঠগড়া, দেবদাস, বাজিমাত, বিরহ ব্যাথা, শুভদা, দুই পুরুষ, ভালো মানুষ, হাসন রাজা, সুভা, ধ্রুবতারা, মেঘের পর মেঘ, একজন যোদ্ধা, ভুল যদি হয়, রঙ্গিন দেবদাস, শিল্পী, কোথায় আছো কেমন আছো সহ মোট ২২ টি চলচ্চিত্রের পান্ডুলিপি, স্থির চিত্রের অ্যালবাম ৩ টি, চাষী নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও বিভিন্ন সংস্থা কর্তৃক প্রাপ্ত মোট ৮০ টি পদক ও তার নিজের ফ্রেমে বাধানো কিছু স্থিরচিত্র প্রদান করেন।
এছাড়াও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ১৮ নভেম্বর ২০২১, শর্ট ফিল্ম ফোরামের ১৬ মি.মি. এর ২ ট...