শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: ছায়ানটে শুক্রবার মধুবন্তীর একক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

ছায়ানটে শুক্রবার মধুবন্তীর একক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

ছায়ানটে শুক্রবার মধুবন্তীর একক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

বিনোদন, শিরোনাম
গানের বিদ্যাপীঠ ছায়ানট মিলনায়তনে স্টেট মাল্টিমিডিয়া আয়োজন করেছে এককরবীন্দ্র সংগীতের পরিবেশনা। সংগীত পরিবেশনা করবেন শান্তিনিকেতনের প্রতিভাবান শিল্পী মধুবন্তী চক্রবর্তী। ৩১ মে ২০২৪; শুক্রবার; সন্ধ্যায়— সুরের মূর্ছনায় সিক্ত হবেন শ্রোতারা; এমন প্রত্যাশাই আয়োজকদের। আয়োজনে অনন্ত আনন্দধারা শিরোনামে মধুবন্তী চক্রবর্তীর কমবেশি ১২টি একক রবীন্দ্র সঙ্গীতের পরিবেশনা থাকছে। আয়োজক স্টেট মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিফাত মোহাম্মদ রাফসানজানি জানিয়েছেন; এই আয়োজনে— তাই তোমার আনন্দ আমার পর, আছি তোমারই মাটির কন্যা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, মেঘ বলেছে যাব যাব, আমারে তুমি অশেষ করেছ, জগতে আনন্দযজ্ঞেসহ রবীঠাকুরের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান পরিবেশিত হবে। মধুবন্তী চক্রবর্তী বাংলাদেশের এই প্রথম ঘটা করে গাইছেন। এর আগে ভারতে আকাশবাণীতে নিয়মিত রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেনে...