জনবান্ধব শহর গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি
প্রায় প্রতিটি পরিষেবাই হাঁটা দূরত্বে পাওয়া গেলেও নিরাপদে ও স্বচ্ছন্দে হেঁটে এবং সাইকেলে যাতায়াতের পরিবেশ না থাকায় ঢাকা শহরে জনগণ ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকে পড়ছে। ব্যক্তিগত গাড়ির অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং ব্যবহার যানজট, দূর্ঘটনা, দূষণ ও জ্বালানী অপচয় বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকায় হারিয়ে যাচ্ছে সামাজিকীকরণের সুযোগ। একটি জনবান্ধব শহর গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে নীতিনির্ধারণী পর্যায়ে উদ্যোগ প্রয়োজন।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১১.০০ টায় বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আয়োজক সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত 'ব্যক্তিগত গাড়ি নয়, শহর হোক মানুষের' শীর্ষক ভার্চুয়াল টকশো'তে বক্তারা এ কথা বলেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহার সঞ্চালনায় টকশো'তে বক্তব্য রাখেন বুয়েটের স্থাপত্য বিভাগের সহকারি অধ্যাপক আলিয়া শাহেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প...