শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: জাকারিয়া সৌখিনের পরিচালনায় ঈদের নাটকে তৌসিফ-নীহা

জাকারিয়া সৌখিনের পরিচালনায় ঈদের নাটকে তৌসিফ-নীহা

জাকারিয়া সৌখিনের পরিচালনায় ঈদের নাটকে তৌসিফ-নীহা

বিনোদন, শিরোনাম
নির্মাতা জাকারিয়া সৌখিন মানে প্রকৃতির অপরূপ ক্যানভাসে সমৃদ্ধ সংলাপে অন্য প্রেমের গল্প বলা। এটুকু প্রমাণ এরমধ্যে করে ফেলেছেন তিনি। যার শেষ নজির মিলেছে অপূর্ব-তটিনীকে নিয়ে 'পথে হলো দেরী'তে। সেই ধারাবাহিকতায় এই ঈদে নির্মাতা যথারীতি নিজের চিত্রনাট্যে হাজির হচ্ছেন 'লাভ রেইন' অথবা ভালোবাসার বৃষ্টি নিয়ে। এবার তিনি জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে। নাটকটির গল্প না হয় প্রকাশের পর জানা যাবে, কিন্তু তার আগেই এর টিজার, পোস্টার ও স্থিরচিত্রে যে লোকেশন আর গেটআপ ঝলক মিলছে, তাতেই অনুমেয়- ফের চমকে দেবেন নির্মাতা সৌখিন। সিএমভি'র ব্যানারে ঈদের অন্যতম চমক হিসেবে নির্মিত এই নাটকে দেখা যাবে, অন্য এক প্রেমের পরীক্ষার গল্প। যে গল্পের সঙ্গে মিশে গেছে বিশ্বাস, আবেগ আর প্রকৃতির মায়াজাল। নির্মাতা জাকারিয়া সৌখিন এই কাজটি প্রসঙ্গে বললেন, 'এটা একটা মিষ্টি গল্প। তৌসিফ ও নীহা ভালো করেছে তাদের...