
জাতীয় অর্থনীতিতে নারীর কাজের মূল্যায়ন জরুরি
নারী পুরুষ পারষ্পারিক শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সমাজে সহিংসতার অবসান হতে পারে। আজকের কন্যা আগামী দিনের নারী। নারী ও কন্যার উন্নয়নকে বাদ দিয়ে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারী উন্নয়ন কেবলমাত্র নারীদের জীবনমানের উন্নতি নয়। অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গঠন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নারী উন্নয়নের মুলমন্ত্র। প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন"। দিবসটির গুরুত্ব বিবেচনা করে আজ ৯ মার্চ ২০২৫ সকাল ১১টায় কৈবর্ত সভাকক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সর্বক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান, সমানাধিকার ও সহিংসতা রোধে বার্তা জানাতেই এই আয়োজন করা হয়।
ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারীর ...