
জাতীয় চলচ্চিত্র কমিশনের গঠন প্রয়োজন
চলচ্চিত্রের বিকাশে জাতীয় চলচ্চিত্র কমিশনের গঠন একান্ত প্রয়োজন। বর্তমানে চলচ্চিত্রের দায়িত্বে আমলারা থাকলেও তারা এ বিষয়ে অভিজ্ঞ না। স্বাভাবিক ভাবেই তারা তাদের দায়িত্বগুলো মূলত এড়িয়ে যান। ফলাফল স্বরূপ আমাদের চলচ্চিত্র সামনে আগাতে পারছে না।
চলচ্চিত্র সংক্রান্ত মন্ত্রণালয়গুলোতে চলচ্চিত্রে সংযুক্ত ব্যাক্তিদের নিয়োগ দেয়া উচিত। আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব বলেন।
হুমায়রা বিলকিসের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এন রাশেদ চৌধুরী। প্রস্তাবিত চলচ্চিত্র কমিশনের কর্মপরিধি বাড়াতে বেশ কিছু দাবির কথা বলা হয়। চলচ্চিত্রের বিকাশে সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, পরিদপ্তর, প্রতিষ্ঠন, কমিটির সদস্য নির্বাচন, পরিচালনা ও সংরক্ষণ, চলচ্চিত্র চর্চার বিকেন্দ্রীকরণ করতে বিভাগীয়/জেলা পর্যায়ে শাখা উন্নয়ন কর্পোরে...