জাফর ফিরোজের গীতিকাব্য আবছায়ার মোড়ক উন্মোচন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হলো জাফর ফিরোজের গীতিকাব্য আবছায়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুর কেলাব দারুল এহসানে মোড়ক উন্মোচন করেন নাগরিক টিভির প্রধান নির্বাহী গণমাধ্যম ব্যক্তিত্ব ডাঃ আব্দুন নূর তুষার এবং এমবিএফএ এর প্রেসিডেন্ট প্রফেসর মেজর (অবঃ) ডঃ এম এ বাসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইসলাম শোভা, ডঃ শঙ্কর চন্দ্র পোদ্দার, নিসার কাদের, আওয়াল হোসেন রাজন, সাঈদ যাবেদ, ডঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং ডঃ মহুয়া রয় চৌধুরী এবং ডঃ হালিমা সাদিয়া হাকিম। ২০২২ সালের বই মেলাতে বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ করে গানের খেয়া প্রকাশন।
জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। এই বছর তার চিত্রনাট্য ‘দ্য আনসারটেনিটি’ বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট স্ক্রিনপ্লে এওয়ার্ড জিতে নেয় এবং হলিউড ডা...