জাবির উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেলেন অধ্যাপক নূরুল আলম
জাবি প্রতিনিধি
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলম-কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭১ এর ১১(১) ধারা অনুযায়ী পাঁচটি শর্ত আরোপ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. নূরুল আলম-কে নিয়োগ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা কিছু শর্তগুলো হলো- ক) উপাচার্য হিসেবে তার নিয়োগ দানের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছরের হবে।
খ) উপাচার্য পদে তিনি অবসর অব্যহতি সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্ত হবেন।
গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন
ঘ) তিন...