
জাবির সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী
জাবি প্রতিনিধি
‘উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভেলায়’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ শনিবার সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল আলম।
উদ্বোধনী বক্তব্যে পুনর্মিলনীতে অংশগ্রহনকারী সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি উপাচার্য বলেন,‘ সরকার ও রাজনীতি বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ যা অনেক সাফল্যে অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কেও গৌরবান্বিত করছে নানাভাবে। আপনাদের এই আয়োজন যারা কষ্ট করে আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠান সফল হোক, স্বার্থক হোক এই কামনা করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অমর একুশের পাদদেশ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। হাতি, ঘোড়া,...