‘অচলায়তন’ নির্দেশনা দিতে অস্ট্রেলিয়ায় জাহিদ রিপন
অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ অনন্য নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি-র আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রপদী ‘অচলায়তন’ নির্দেশনা দিতে ১২ই জুলাই রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তরুণ নাট্যজন জাহিদ রিপন। এ প্রযোজনায় বাংলাদেশ ও ভারতের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করছেন।
‘অচলায়তন’-এর প্রাথমিক মহড়াসহ অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে নয়হাজার মাইল দূরত্বে থেকে অনলাইনে। বর্তমান পর্যায়ে নির্দেশক জাহিদ রিপনের ২০ দিন অস্ট্রেলিয়া অবস্থানকালে চূড়ান্ত ব্লকিং, সংলাপ-সঙ্গীত-কোরিওগ্রাফি প্রভৃতি সমন্বয়, নিয়মিত মহড়া ও পরিশীলন শেষে কারিগরি মঞ্চায়ন এবং ২৯ ও ৩০শে জুলাই মেলবোর্নের চান্দলার (ঈযধহফষবৎ) মিলনায়তনে দর্শনীর বিনিময়ে ‘অচলায়তন’-এর দু’টি প্রদর্শনী অনিুষ্ঠিত হবে। এর আগে ১৬ই জুলাই মেলেবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইটি এবং বাংলা সাহিত্য সংসদ আয়েজিত অনুষ্ঠানে ‘সমকালে রবীন্দ্র নাট্যচর্চা : মঞ্চায়ন ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা উ...