ডাকাতের ভূমিকায় আনোয়ার হোসেন!
প্রথমবারের মতো ডাকাতের ভূমিকায় অভিনয় করলেন ছোট পর্দার অভিনেতা আনোয়ার হোসেন। নাটকের নাম "ওরে ডাকাইত"। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল শরীফ। আগামী ১৭ অক্টোবর রবিবার রাত ৮টায় চ্যানেল নাইনে "ওরে ডাকাইত" নাটকটি প্রচারিত হবে।
এ প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছি। তবে ডাকাতের ভূমিকায় অভিনয় করলাম এবারই প্রথম। হাস্যরসাত্মকভিত্তিক নাটক "ওরে ডাকাইত"। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।
প্রসঙ্গত, সাতরং মিডিয়ার প্রযোজনায় "ওরে ডাকাইত" নাটকটির নির্বাহী প্রযোজক আলেকজান্ডার অলক ঢালী। জেনেবা ফুডস নিবেদিত এই নাটকটির পাওয়ার্ড বাই মেঘনা ইলেকট্রনিকস।...