শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: জ্যোতির সাথে জুটি বাঁধলেন আসিফ আকবর

জ্যোতির সাথে জুটি বাঁধলেন আসিফ আকবর

জ্যোতির সাথে জুটি বাঁধলেন আসিফ আকবর

বিনোদন, শিরোনাম
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সাথে জুটি বদ্ধ হয়ে গান করতে। তার সাথে দ্বৈত গান গেয়ে অনেক নারী শিল্পী হয়েছেন সঙ্গীতের তারকা। সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবর জুটি বাঁধলেন আরেক নতুনের সাথে। সঙ্গীতের আকাশে এই তারার নাম জ্যোতি। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী। তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মত’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সাথে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও। নতুন এই সঙ্গীত শিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন , জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সাথে না...