জয়া আহসানের সাথে বার্জারের ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের অংশগ্রহণকারীরা
“বার্জার লাক্সারি সিল্ক ইমালশন ‘স্মৃতির আঙিনা” ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারীর সাথে এক জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বার্জারের ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেয়ালে তাদের স্মরণীয় সব মুহূর্তগুলো তুলে ধরেছিলেন, তারই অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারীর জন্য গত ৮ আগস্ট রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে।
এ অনুষ্ঠানে ক্যাম্পেইনের অংশগ্রহণকারীরা ও জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং -এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোহসিন হাবিব চৌধুরী, সেলস -এর জেনারেল ম্যানেজার একেএম সাদেক নাওয়াজ, হেড অব ব্র্যান্ডস সেঁজুতি সালেক সেতু, মার্কেটিং এর ক্যাটাগরি ম্যানেজার সাইদ...