ডা. রাফের লেখা গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী সাব্বির
ন্যাশনাল ডক্টর’স ডে উপলক্ষে আগামীকাল ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ক্লোজআপ ওয়ানখ্যাত সঙ্গীতশিল্পী সাব্বির জামানের গান ‘আরোগ্য শিল্পী’। অবিরাম কাজ করে যাওয়া চিকিৎসক ও জনসাধারনের সম্পর্ক হবে আরো সুন্দর, শ্রদ্ধা ও ভালোবাসার, সে লক্ষ্যেই এ গানটির প্রয়াস। ডা মুহিব্বুর রহমান রাফের লেখা এ গানটির সুর করেছেন আকবর হোসাইন ইন্না এবং সঙ্গীতায়োজনে ছিলেন আশফাক টুলু। গানের ভিডিও পরিচালনায় ছিলেন এইচ আল বান্না। আর গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু হানিফ নোমান। গানটি প্রকাশিত হচ্ছে মেডিটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। ন্যাশনাল ডক্টর’স ডে উপলক্ষে সকল আরোগ্য শিল্পী চিকিৎসকদের প্রতি গানটি নিবেদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সুচিকিৎসাও একটি শিল্পকলা। একজন ডাক্তারের অর্থ শুধু চিকিৎসক নয়, বরং তিনিও একজন শিল্পী, আরোগ্য শিল্পী। আমরা এ সত্যটিকে তুলে ধরতে চেয়েছি। গানটির চিত্রায়নে একজন ডাক্তারের ছা...