বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: ডুব সাঁতারু

এম আই মিঠু ও পারশার “ডুব সাঁতারু”

এম আই মিঠু ও পারশার “ডুব সাঁতারু”

বিনোদন, শিরোনাম
দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী এবার এক হলেন একটি গানে। যার শিরোনাম ‘ডুব সাঁতারু’। ডুবেও আমি কাটবো সাঁতার ডুব সাঁতারু হয়ে, ঘুমেও আমি থাকবো জেগে তোমার দিকে চেয়ে— এমন কথার সফট রোমান্টিক ধ্যাঁচের গানটি বিষয়ে মিঠু বলেন, করোনার বিপর্যয়ের আগের বছর বেশ কিছু গানের কম্পোজিশন এর কাজ করা ছিলো। সামাজিক পরিস্থিতি ও পেশাগত কারনে ব্যস্ততা থাকায় গান গুলো প্রকাশ করা হয়ে উঠেনি। তাই এবার সময় ও সুযোগ বুঝে শ্রোতাদের কথা মাথায় রেখে সেগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গীতিকার লালন লোহানির লেখা এ গানে সুর করেছেন নন্দিত সুরকার নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ। গানটি মিউজিক কম্পোজিশন এর কাজ শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট ২০২২ ইং , দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা মিউজিক এর ব্যানারে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে "ডুব সাঁতারু"। এম আই মিঠুর ...