ঢাকায় আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযাপন
আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় উদযাপিত হলো আন্তর্জাতিক জ্যাজ দিবস ২০২৩। গতকাল ঢাকার দ্য গ্যারাজ ফুড কোর্টে জ্যাজ অনুরাগী দর্শক এবং রাজধানীর সংগীত পিপাসুদের সুযোগ ঘটে দেশি-বিদেশি শিল্পীদের জ্যাজ মিউজিকের পরিবেশনা উপভোগের ।
জ্যাজ মিউজিকের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার লক্ষ্যে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)’র উদ্যোগে প্রতি বছর ৩০ এপ্রিল বিশ্বজুড়ে আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযপিত হয়। ২০১৫ সাল থেকে বাংলাদেশেও নিয়মিতভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে।
কিংবদন্তি জ্যাজ পিয়ানোবাদক, সুরকার আন্তঃসাংস্কৃতিক সংলাপের জন্য ইউনেস্কোর রাষ্ট্রদূত হারবি হ্যানকক কর্তৃক সম্প্রতি বাংলাদেশে জ্যাজ মিউজিকের এই আন্দোলনকে স্বীকৃতি দেয়া হয়েছে।
বাংলাদেশে আন্তর্জাতিক জ্যাজ দিবস উদযাপনের উদ্যোক্তা এবং দেশে জ্যাজ মিউজিকের পৃষ্ঠপোষক মূলত বাংলাদেশের জ্যাজ শিল্পীরাই। যাঁদের মধ্যে ইমরান ...