সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

Tag: ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

বিনোদন, শিরোনাম
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড 'জাল'। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও রয়েছে দেশটির জনপ্রিয়তা। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এ বছরের ২৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে 'আদাত' অ্যালবামের ২০ বছর পূর্তি। আর এদিন ঢাকায় গান শুনাতে আসছে ব্যান্ডটি। 'লিজেন্ডস অব দ্য ডেকেড' শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম , ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। কনসার্টটি হবে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। যেখানে ব্যান্ডটি তাদের আদাত অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্‌যাপন করবে। এদিকে ২০ বছর পর ‘আদাত’ অ্যালবামের বোনাস ট্র্যাক হিসেবে ‘সুন সারকার’ রিলিজ হয়েছে ৩০ আগস্ট। এর আগে ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড 'জাল'। এরপর গত ১২...