
ঢাকায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট – ২০২৪
স্বাগতিক বাংলাদেশসহ কুড়িটির বেশি দেশের দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের অংশগ্রহণে ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী পঞ্চম অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪। টুর্নামেন্টের আয়োজক গেম প্লে (Game Play) । বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে শুক্রবার সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো: জসীম উদ্দিন। শনিবার বিকেলে টুর্নামেন্টের সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
শুক্রবার সকালে অ্যাম্বাসি ফুটবল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন, কানাডার হাইকমিশনার অজিত সিং, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ অন্যান্য দূতাবাস, হাইকমিশন ও সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনার নিজ দলের...