
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের প্রত্যাশাঃ অধ্যাপক ড: সায়েদুর রহমান
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন পাশে দ্রুত ব্যবস্থা নিবে সরকার বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বিশেষ সহকারী,অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রীর আয়োজিত "তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫: গুরুত্ব ও প্রয়োজনীয়তা" শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
তিনি বলেন, "তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের প্রক্রিয়া চলমান রয়েছে। তরুণরা সুস্থ্য থাকলে দেশও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।
নারীমৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ)। এছাড়াও বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; এবং প্রফেসর ড: গোলা...