
তামাক পণ্যের প্রদর্শনী ও খুচরা বিক্রি বন্ধ চায় দোকান কর্মচারী ফেডারেশন
বর্তমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার পুরোপুরি নিষেধ। তবে বিদ্যমান আইনে বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্যের প্রদর্শনী বন্ধে সুনির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা নেই। আর এ সুযোগে তামাক কোম্পানীগুলো বিক্রয়কেন্দ্রে তাদের পণ্যের প্রদর্শনীর মাধ্যমে প্রকারন্তরে পণ্যের বিজ্ঞাপন করছে। উপরন্তু বিদ্যমান আইনে তামাক পণ্যের খুচরা বিক্রিও নিষিদ্ধ নয়। এজন্য কিশোর-যুবক ও নিম্ন আয়ের মানুষেরা সহজেই তামাকজাত পণ্য খুচরা কিনতে পারছেন। আর এজন্য বর্তমান আইনের সংশোধন চান জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন (এনএসইএফ)।
১৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের এক যৌথ মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য...