তিনদিনব্যাপী হিলস অনলাইন ফেস্টিভ্যাল
হিল ই-কমার্স সোসাইটিতে আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী অনলাইন ফেস্টিভ্যাল। ২৪ তারিখ সকাল ১০ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর জেনারেল ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম শোভন। উৎসব চলবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য ২০ ফেব্রুয়ারি ২০২২ হিলস এর সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ হাজারে। এ উপলক্ষে মূলত এই অনলাইন ফেস্টিভ্যাল এর আযেজন। এতে রেজিস্ট্রেশনকারী উদ্যোক্তাদের দেশীয় প্রোডাক্ট প্রদর্শনী ও সেল এর পাশাপাশি দিনভর অনলাইনে পাহাড় সমতলের নাচ, গান, কবিতা, অভিনয় ইত্যাদি পারফরম্যান্স হবে। রাতে হবে লাইভ মিউজিক্যাল শো।
আরও থাকবে দিনের বিভিন্ন সময়ে বিজনেস সেক্টর, জনপ্রতিনিধি, সাংস্কতিক অঙ্গনসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানান অঙ্গনের বিশেষ জনদের শুভেচ্ছা ভিডিও ও পোস্ট।
উল্লেখ্য ৪ মে ২০২১ হিল ই-কমার্স সোসাইটি যাত্রা শুরু করে পাহাড় সমতলের উদ্যোক্তাদের মেলব...