
তুরস্কের ‘আন্তর্জাতিক স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের লাবিব ফয়সাল খান
চলচ্চিত্র নির্মাতা লাবিব ফয়সাল তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং তুরস্ক শিক্ষা বৃত্তির আয়োজনে 'আন্তর্জাতিক স্টুডেন্ট এওয়ার্ড' এ প্রামাণ্যচিত্র শাখায় দ্বিতীয় শ্রেষ্ঠ এওয়ার্ড পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তুরস্কে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি 'SON HAMAL’ 'শেষ কুলী' নামের প্রামাণ্যচিত্রে এ পুরস্কার পান। আজ দুপুর ২.৪০ মিনিটে তুরস্কের রাষ্ট্রপতি কমপ্লেক্সে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত ছিলেন 'তুরস্ক শিক্ষাবৃত্তি কমিটির' প্রধান আবদুল্লাহ এরেন, তুরস্কের উচ্চ শিক্ষা বোর্ডের প্রধান এরোল অযভার এছাড়াও উপস্থিত ছিলেন তুরস্কের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
লাবিব ফয়সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনাকালীন তুরস্কের সরকারি বৃত্তি নিয়ে একই বিভাগে ২০১৫ সালে তুরস্কের স...