
তৃণমূল নারী ও তরুণদের বাজেট প্রত্যাশা নিয়ে জাতীয় সংলাপ
বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বাজেটে তরুণ ও নারীর অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন বক্তারা। একইসাথে তৃণমূলের অংশগ্রহণে জেলা বাজেটের প্রচলন ও বাজেটের কাঠামোগত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে কমিশন গঠনের
প্রস্তাব দেন অর্থনীতি ও বাজেট বিশ্লেষকগণ। গতকাল ২১ ডিসেম্বর, শনিবার ঢাকার ওয়াই ডাব্লিউ সিএ মিলনায়তনে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট (ডিবিএম) আয়োজিত জাতীয় সংলাপে বিভিন্ন অংশভাগিদের আলোচনায় এ কথা উঠে আসে।
তৃণমূল ও জেলা পর্যায়ের নারী ও তরুণদের স্থানীয় চাহিদা, চ্যালেঞ্জ ও বাজেট প্রত্যাশার উপর একটি অংশগ্রহণমূলক গবেষণার প্রাথমিক প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এ সভায়।
গবেষণায় তারুণ্যের বাজেট, জেন্ডার বাজেট ও জলবায়ু বাজেট বিষয়ে ৯টি জেলার সাধারণ নাগরিক ও ভুক্তভোগী জনগণের পর্যালোচনা, চাহিদা ও সুপারিশ তুলে ধরা হয়। তরুণদের জন্য কার্যকরী দক্ষতা প্রশিক্ষণের প্রচলন, প্রশিক্ষণ পরবর্তী কর্ম...