দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের চলচ্চিত্র উৎসবের জুরী হলেন মনজুরুল ইসলাম মেঘ
বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ আবারো দুটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরী মনোনিত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার অত্যান্ত মর্যাদাপূর্ণ আপোরিয়া আন্তর্জাতিক ফিলেজ চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরী হয়েছেন মনজুরুল ইসলাম মেঘ।
অপর দিকে ফিলিপাইনের অন্যতম আলোচিত পাম্বুজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র বিভাগের জুরী হয়েছেন মেঘ।
২৮ অক্টোবর মনজুরুল ইসলাম মেঘ জানান, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরী দায়িত্ব পালন করলেও এই বার এশিয়ার অত্যান্ত মর্যাদাবান বড় দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরী হওয়ায় নিজের নামের সাথে বাংলাদেশের পতাকা বহন করতে পারায় স্বাধীনতার পঞ্চাশ বৎসর পূর্তিতে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
তিনি আরো জানান, দক্ষিণ কোরিয়ার আপোরিয়া আন্তর্জাতিক ফিলেজ চলচ্চ...