
দাম্পত্য জীবনের ২৬ বছর পেরিয়ে অভিনয়শিল্পী যুগল বাবু ও পলিন
দাম্পত্য জীবনের ২৬ বছর পার করেছেন অভিনয় শিল্পী যুগল শফিউল আলম বাবু ও নাবিলা আলম পলিন। ১৯৯৬ সালের ২৮ আগস্ট ভালোবাসার মধ্য দিয়ে দাম্পত্য জীবনে প্রবেশ করেন তারা। পরিবার ও সমাজের অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে সহায় সম্বলহীনভাবেই শুরু হয় দাম্পত্য জীবন। বিয়ের ১ বছরের মাথায় পুত্র সন্তান এবং ১০ বছরের মাথায় কন্যা সন্তান নিয়ে সুখময় জীবন অতিবাহিত করে আসছেন তারা। পরিবারের ৪ জনই অভিনয় শিল্পী। নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে যে ৪/৫ টি অভিনয় শিল্পী পরিবার আছে তার মাঝে একটি এই পরিবার।
শফিউল আলম বাবু একাধারে উপস্থাপক, অভিনয় শিল্পী ও নাট্য পরিচালক। উপস্থাপনায় তার যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে বিটিভি'র স্বাস্থ্যতথ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এর মাধ্যমে ১৯৯৯ সাল থেকে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'সপ্তডিঙা'র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান, অর্থাৎ এটিই তার অন্যতম সাইনিং প্রোগ্রাম হিসেবে বিবেচিত। উপ...