বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

Tag: দীপ্ত টিভিতে ‘আগুন পাখি‘

দীপ্ত টিভিতে ‘আগুন পাখি‘

দীপ্ত টিভিতে ‘আগুন পাখি‘

বিনোদন, শিরোনাম
দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘আগুন পাখি‘। প্রচারিত হবে ১ আগস্ট সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এবং পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে। এই উপলক্ষ্যে ২৮ জুলাই বৃহস্পতিবার গুলশান অল কমিউনিটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, এস জে মোশন পিকচার্সের স্বত্বাধিকারী কাজী সাইফুল ইসলাম, পরিচালক পারভেজ আমিন এবং অন্যান্য কলাকুশলী। পারভেজ আমিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকী, বৈশাখী ও অন্যান্য অনেকে। এস জে মোশন পিকচার্সের প্রযোজনায় ধারাবাহিকটির লাইন প্রোডিউসার কিশোর খন্দকার। আমেনা শৈশবে মাতৃহারা হয়, তখন থেকেই এক মাতৃমূর্তি। মা...