দীপ্ত টিভিতে নতুন তুর্কি ধারাবাহিক
দীপ্ত টিভিতে ১ জুলাই সোমবার থেকে আসছে বাংলায় ডাবিংকৃত তুর্কি নতুন ধারাবাহিক তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন' যার বাংলা নাম দেয়া হয়েছে ‘ভালবাসা ফিরে এলো'। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় ।
সাগরের ত্রাস 'তেজী শেভকেতের' মেয়ে যেইনেপ, বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আমেরিকায়। সেখানে গর্ভে আসে অনাকাক্সিক্ষত সন্তান যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ। আসার পথে প্লেনে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর সাথে। পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প।
চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: নাহিদ আখতা...