দীপ্ত টিভিতে শাকিব সপ্তাহ
দীপ্ত টিভিতে ৬ জুলাই থেকে ১২ জুলাই প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাকিব খান অভিনীত ৭টি বাংলা সিনেমা। ৬ জুলাই শনিবার থাকছে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা বীর। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। ৭ জুলাই রবিবার থাকছে জাকির হোসেন রাজুর পরিচালনায় বাংলা সিনেমা ভালবাসলেই ঘর বাঁধা যায় না। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ। ৮ জুলাই সোমবার থাকছে আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় বাংলা সিনেমা তুমি আমার মনের মানুষ। রোমান্টিক এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ।
৯ জুলাই মঙ্গলবার থাকছে শাহীন সুমনের পরিচালনায় বাংলা সিনেমা মন যেখানে হৃদয় সেখানে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, রতœা কবির সুইটি, ববিতা, অরুণ...