দীপ্ত টিভির ডাবিং সংলাপ রচয়িতা
সম্প্রচারের শুরু থেকেই দীপ্ত টেলিভিশন নানান তুর্কি সিরিয়াল বাংলায় ডাবিং করে সম্প্রচার করছে। সুলতান সুলেমান থেকে শুরু করে ফাতমাগুল, ফেরিহা, বাহার, আমাদের গল্প এমন প্রতিটা সিরিয়ালই নিখুঁত ডাবিং এর জন্য দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বলা যায় ডাবিং শিল্পে এক নতুন মাত্রা যোগ করেছে দীপ্ত টেলিভিশন।
দীপ্ত টিভিতে সম্প্রচারিত ডাব করা সিরিয়ালগুলো দর্শকের কাছে যে এতটা জনপ্রিয় তার অন্যতম কারণ হচ্ছে এর সুনিপুণ এবং মাধুর্যপূর্ণ অনুবাদ। এই অনুবাদকে বলা হয় যে কোনো ডাবিং সিরিয়ালের প্রাণ। এর ওপর ভিত্তি করেই কণ্ঠশিল্পী,শব্দ-সম্পাদক, প্রযোজক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দাঁড়ায় ডাবিং সিরিয়াল নামক এক চমৎকার ইমারত। আজ আমরা জানবো অনুবাদের কাজে নিয়োজিত এই নেপথ্যের কারিগররা কীভাবে তাদের কাজ সম্পাদন করেন।
দীপ্ত টেলিভিশনে অনুবাদের কাজে নিয়োজিত আছেন নিবেদিতপ্রাণ এবং সুদক্ষ এক ঝাঁক তরুণ-তরুণ...