
‘দীপ্ত প্লে‘র অরিজিনাল ফিল্ম ‘অপলাপ‘এর প্রিমিয়ার শো
২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্ম ‘অপলাপ‘ এর প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, অপলাপের এক্সিকিউটিভ প্রোডিউসার এহসানুজ্জামান, অপলাপের পরিচালক মোহাম্মদ আলী মুন্না, রচয়িতা নাজিম উদ দৌলা, অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুন আক্তার, প্রিয়ন্তী উর্বী, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রোযজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিং কোম্পানি লিমিটেড এর কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকুশরীগণ।
২৯ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অপলাপ‘। সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের...