দুর্গাপূজায় জয়ের তিন গান
এবার দুর্গাপূজা উপলক্ষ্যে জয়ের কন্ঠে মুক্তি পেয়েছে তিনটি গান। এর মধ্যে সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে ‘মায়ের আগমনী’ ও ‘এলো মা দূর্গা মা’ শিরোনামের দুটি গান, সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে ‘এলো এলো মা দূর্গা’ শিরোনামের আরেকটি গান। এর মধ্যে ‘মায়ের আগমনী গানটি’ গেয়েছে অবন্তী সিঁথির সঙ্গে। ৪ অক্টোবর প্রকাশিত হয় গানটি। মিল্টন খন্দকারের কথা ও সুরে এর মিউজিক কম্পোজিশন করেছে ক্লোজআপ ওয়ান তারকা অপু আমান।
মিল্টন খন্দকারেরই কথা ও সুরে ৭ অক্টোবর সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে রাকা পপির সঙ্গে জয়ের গাওয়া ‘এলো এলো মা দূর্গা’ গানটি। ‘এলো মা দূর্গা মা’ গানটি প্রকাশ পায় গত সোমবার সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে। এই গানে তার সঙ্গে কন্ঠ দিয়েছে সোমা দাস ও রাকা পপি। গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা, সুর ও সংগীত করেছেন দেবা পাল।
গানগুলো প্রসঙ্গে জয় বলেন, “সিঁথির সঙ্গে গ...