রবিবার, সেপ্টেম্বর ৮Dedicate To Right News
Shadow

Tag: দুর্গোৎসবে স্টার সিনেপ্লেক্সে ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’

দুর্গোৎসবে স্টার সিনেপ্লেক্সে ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’

দুর্গোৎসবে স্টার সিনেপ্লেক্সে ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’

বিনোদন, শিরোনাম
শারদীয় দুর্গোৎসবের মাঝে দর্শকদের জন্য দারুণ এক ছবি নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ১৫ অক্টোবর তারা মুক্তি দিচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভেনম ছবির সিক্যুয়াল ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’। মার্বেল এন্টারটেইনমেন্ট এবং টেনসেন্ট পিকচার্সের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সার্কিস এবং এর চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। ভেনম (২০১৮) নির্মাণের সময়ই এর সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করা হয়। ভেনম চলচ্চিত্রের শেষভাগে হ্যারলসনকে ক্লেটাস ক্যাসিডি হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গিয়েছিল এবং এর সিক্যুয়ালে তাকে খলনায়ক হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। ২০১৯ সালে এর রচয়িতা মার্সেলের পাশাপাশি অভিনেতা হার্ডি এবং হ্যারলসনের প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু হয়। ওই বছরের আগস্টে সেরকিসকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছবির নাম...