দুর্লভ ফুলের নির্যাসে তৈরি সুগন্ধি এখন বডি শপে
স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ ও সুগন্ধিসহ বিভিন্ন ঘরানার ১০০ শতাংশ ভেগান পণ্যসহ বিশ্বের প্রথম গ্লোবাল বিউটি ব্র্যান্ড দ্যা বডি শপ। এর সব পণ্যের ফর্মুলেশন পোর্টফোলিও আন্তর্জাতিক ভেগান সোসাইটি দ্বারা প্রত্যয়নপ্রাপ্ত।
১৯৭৬ সালে ইংল্যান্ডের ব্রাইটনে যাত্রা শুরু করে দ্যা বডি শপ। ডেম অনিতা রডিকের দূরদর্শী নেতৃত্বে ‘দ্যা বডি শপ’ একটি অগ্রগামী ব্র্যান্ড হিসেবে বিশ্ববাজারে আবির্ভূত হয়।
দ্যা বডি শপ তখন থেকে চার দশকেরও বেশি সময় ধরে অবিচল গুণমান, সততা, স্থায়িত্ব ও ক্ষমতায়নের মূল্যবোধকে ধারণ করে চলেছে। নিয়মিত নতুন নতুন ভেগান রূপচর্চা পণ্য নিয়ে হাজির হচ্ছে ব্র্যান্ডটি।
তারই রেশ ধরে এবার দ্যা বডি শপের নতুন সংযোজন হলো ‘ইউ ড্য পারফিউম’। চারটি ভিন্ন ভিন্ন ঘ্রাণে ও আকর্ষণীয় রঙের কাচের বোতলে দ্যা বডি শপের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে এই সুগন্ধিগুলো।
সম্প্রতি ঢাকার যমুনা ফিউচার ...